প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার।
গতকাল সোমবার দুপুর পৌনে তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন তিনি। প্রায় এক ঘন্টা সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ইসিতে অবস্থানকারী সাংবাদিকদের সঙ্গে তিনি কোন না বলেই চলে যান।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধির আসার কথা রয়েছে। রাজনৈতিক সমঝোতা হলে সংসদ নির্বাচনের তারিখ পিছানো, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
No comments:
Post a Comment