অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন- বিএনপি-জামায়াতের মানসিকতা সবসময় দেশবিরোধী। তারা এদেশে সুষ্টু গণতন্ত্র চায়না। খালেদা জিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য দেশকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছেন এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন করে তুলছেন। তিনি গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপির বাসায় বোমা হামলার খবর শুনে সেখানে যান।
এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ড. একে মুবিন, কলন্দর আলী, পীর এপতার হোসেন পিয়ার, শাহেদ মুহিত, ফরহাদ বক্স, এড. আফসর আহমদ, আসাদুজ্জামান আসাদ, নাজনীন আকতার কনা, জাবেদ সিরাজ, সৈয়দ আহমদ বহলুল, নাজলু চৌধুরী, ফেরদৌস খান, গৌতম চক্রবর্তী, আব্দুর রব সায়েম, কালাম আহমদ, অতুল দেব, আবুল কালাম ফনিক, তুহিন আহমদ, সুহেল আহমদ, জসিম উদ্দিন, মহব্বত আলী, কিশোর ভট্টাচার্য্য জনি, আজির উদ্দিন, শাহিন আহমদ, রুহেল তালুকদার, হোসাইন আহমদ, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান জনি, রাসেল আহমদ, শামীম আলী, মশাহিদ আলী, সালাম আহমদ, এম.এ. হক, রিপন আহমদ, জাবেদ আহমদ, আতিকুর রহমান, ইশরাক চৌধুরী, ইশতিয়াক চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment