সুনামগঞ্জের ৫টি আসেন মনোনয়ন জমা দিয়েন ১৭ জন প্রার্থী।

Monday, December 2, 2013

সুনামগঞ্জের ৫টি আসেন সোববার দশম জাতীয় সংসদ নির্বাাচনের মনোনয়ন জমা দিয়েন ১৭ জন প্রার্থী। প্রার্থীরা নিজ এলাকায় সহকারি রিটানিং অফিসার এবং রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন।


সুনামগঞ্জ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমাদিয়েছেন ১১ জন প্রার্থী। অন্যান্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার সহকারি রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


সুনামগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন- সুনামগঞ্জ-১ আসন (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) থেকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে আসাদ উল­া সরকার, সাবেক এমপি সৈয়দ রফিকুল হক (স্বতন্ত্র), জাতীয় পাটির্ (জিপি) থেকে বদরুদ্দোজা আহমদ সুজা।


এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজে কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিয়েছে।


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল­া) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তে পক্ষে দলীয় নেতাকর্মীরা এবং জাতীয় পার্টি (এরশাদ) থেকে জামিল চৌধুরী দিরাই উপজেলা নিবর্হী কর্মকর্তা ও সহকারি রির্টনির্ং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন। ।


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ)আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য এমএ মান্নান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে ও জাতীয় পার্টি (এরশাদ) এডভোকেট ফজলুর রহমান শাহিন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে এবং এ আসনে স্বতন্ত্রপ্রার্থী আজিজুস সামাদ ডন সুনামগঞ্জ রিটানিং অফিসারের কার্যালয়ে নিজে মনোনয়ন জমা দিয়েছেন।


সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে অওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান নিজের এপিএসের মাধ্যমে, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান ফেরদৌসি সিদ্দিকা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন।


সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য মুহিবুর রহমান ছাতক উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে এবং জাতীয় এ আসন থেকে জাতীয় পাটির্ (এরশাদ) প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ ও বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন সুনামগঞ্জ রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।


সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র রিটানিং অফিসারের নিকট এবং অন্যান্য প্রার্থীরা নিজ নিজ এলকায় সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন।


এর আগে সকালে সুনামগঞ্জ-৪ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলা আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীরা বিশাল মিছিল জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্লোগানে নেতাকর্মীরা সুনাসমগঞ্জ-৪ আসনের প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License