বিশ্বনাথ উপজেলায় বুধবার স্থানীয় ১৮ দলীয় জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্তের প্রতিবাদে মঙ্গলবার হরতালের ডাক দেয় উপজেলা ১৮ দলীয় জোট।
গতকাল সকাল ১০টায় হরতালের সমর্থনে উপজেলা সদরে মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল বেলায় উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাঠ বন্ধ ছিল। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাঠ খোলা হলেও ক্রেতা সংখ্যা ছিল কম। হরতাল চলাকালে উপজেলা সদরের জোটের নেতাকর্মীদের কোন পিকেটিং করতে দেখা না গেলেও উপজেলা বিভিন্ন স্থানে সড়কের উপর টায়ারে আগুণ জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় স্থানীয় নেতাকর্মীদেরকে।
উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের টহল জোরধার করা হয়। অন্যান্য হরতালের চেয়ে এ হরতালে সিলেট শহর থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
No comments:
Post a Comment