সিটি কর্পোরেশনের দরিদ্র ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ টাকার চেক বিতরণ

Saturday, December 7, 2013

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রায় একতৃতীয়াংশ লোক শহরে বাস করে এবং তাদের প্রায় অর্ধেকই গরীব। গরীব মানুষের উন্নয়ন ছাড়া দেশের তথা সিলেটের উন্নয়ন সম্ভব নয়। এৰেত্রে সিলেট সিটি কর্পোরেশনের এ প্রকল্প নারী মা-বোনদের ৰমতায়নসহ গরীব মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের অনেকে মনে করেন, সিলেট শহরে গরীব লোক কম কিন’ বাস্তবে এখানে ধনীর পাশাপাশি অতি গরীব লোকের সংখ্যা অনেক যাদের সহযোগিতা করে যাচ্ছে ইউএনডিপি।

তিনি শনিবার সকালে নগরীর মজলিস আমীন চারাদিঘিরপার এলাকায় সুরমা ক্লাস্টার, সিডিসি সিটি কর্পোরেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের শিৰার্থীদের মধ্যে শিৰা সহায়তা চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্লাস্টারের সভাপতি স্বপনা রায় এর সভাপতিত্বে ও সহ-সভাপতি ঋতু দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ইউএনডিপি’র ইউ.পি.পি.আর প্রকল্পের টাউন ম্যানেজার গনেশ চন্দ্র ভৌমিক, হিলবার্তা পত্রিকার সম্পাদক ফায়র্বল আলম সুমন। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, বিশিষ্ট মুরব্বী হাজী লাল মিয়া, হাজী আলকাছ মিয়া, হাজী শফিক আহমদ, আব্দুল মান্নান খান, ক্লাস্টারের সাধারণ সম্পাদিকা শেফালী আক্তার, অর্থ সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, মানিক খান, আশিক উদ্দিন লায়েক, মোস্তাক উদ্দিন আহমদ, কামাল আহমদ, রাহাত আহমদ রাজু, নিজাম উদ্দিন গিয়াস, উজ্জল আহমদ মন্টাই, লুৎফা বেগম, শুভা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা বেগম। অভিভাবকদের মধ্যে আব্দুল আহাদ, নাদিয়া বেগম, লিপি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License