দক্ষিণ সুরমাবাসীকে বঞ্চিত করে বিশ্বনাথ-বালাগঞ্জের জনপদে গ্যাসসুবিধা প্রদানের প্রতিবাদে ও উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে সোমবার লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
কর্মসূচিগুলো হচ্ছে- আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিশাল গণজমায়েত, আজ থেকে উপজেলার ঘরে ঘরে লিফলেট বিতরণ, উল্লেখযোগ্য প্রতিটি স্থানে পোস্টার ও ব্যানার টানানো, উপজেলাজুড়ে মাকিং, গণসংযোগ ইত্যাদি।
সভায় আলোচনাকালে বক্তব্য রাখেন ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ওয়ারিস আলী মেম্বার, মকবুল হোসেন চৌধুরী, শহীদুর রহমান মেম্বার, নছির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জিলাল খান, জমির আলী মেম্বার, আবদুল গফফার, শামসুল হক বাদশা, ছাত্রনেতা লোকমান আহমদ, গৌছ মিয়া, আমীনুর রহমান শিফতা, আনোয়ার হোসেন, শহীদ রেজা মেম্বার, ময়নুল হক টেনু, রমজা আলী, বাবুল মিয়া, ফারুক মেম্বার, আবদুর রুপ, মো. খলিলুর রহমান, সেলিম আহমদ, ছাত্রনেতা গোলাম কিবরিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, লুৎফুর রহমান, আবদুল কুদ্দুস, শামীম আহমদ, এনামুল হক, সইদুল ইসলাম, মোক্তাদির হোসাইন, আল-আমিন, রাজন মিয়া, এস কে সজিব, সুরমান আলী, রাজন ইসলাম, সুমন মিয়া, মিনার আলী, আজমান আলী, জুয়েল মিয়া, নেফুর, জামাল মিয়া, ইমন আলী, বদরুল ইসলাম, কাবুল মিয়া, হুশিয়ার, আনোয়ার ইসলাম, শুভ দেবনাথ, দিপন দেব নাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার গ্যাসবঞ্চিত এলাকাবাসীর প্রাণের ও নাগরিক দাবি গ্যাস পাওয়ার। পুণ্যভূমি সিলেটের পার্শ্ববর্তী অভিজাত এলাকা দক্ষিণ সুরমা উপজেলা। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আধুনিকায়নের এ যুগে গ্যাসসুবিধা থেকে আজও বঞ্চিত এ অঞ্চলবাসী। তার উপর হৃদয়ে আবার রক্তকরণ ঘটিয়ে দক্ষিণ সুরমারই বুক চিরে বিশ্বনাথ-বালাগঞ্জের জনপদে গ্যাসসুবিধা প্রদান করা হচ্ছে। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। গ্যাসের দাবি আদায়ে যেসব প্রক্রিয়া অবলম্বন করতে হবে সবকিছুই আমরা করবো। আমরা গ্যাস চাই। বক্তারা আরো বলেন, দাবি আদায় না হলে কঠোর এবং চূড়ান্ত আন্দোলন কর্মসুচির ডাক দিতে বাধ্য হবে উপজেলাবাসী। বক্তারা এ আন্দোলনকে কোনো রাজনৈতিক ইস্যু বানিয়ে ভিন্ন খাতে প্রবাহিত না করতে সর্বমহলের প্রতি অনুরোধ জানান। -বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment