আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ২৪ ঘন্টার মধ্যে বাতিল না হলে আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে ‘সচেতন সিলেটবাসী’ সংগঠন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় অভিমুখে গণ-পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। সকাল সাড়ে ১১টায় নগরীর মদীনা মার্কেট থেকে শুরু হয়ে গণ-পদযাত্রা বিজিবি সেক্টর সদর দপ্তর অতিক্রম করে আখালিয়া তপোবন আবাসিক এলাকায় পৌছালে আগে থেকে সেখানে অবস্থানরত পুলিশ পদযাত্রার গতিরোধ করে। এখানে পুলিশের সাথে আয়োজকদের বাক বিতন্ডা হয়। প্রায় ৩ হাজার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত এই পদযাত্রা নিয়ে আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে যেতে চাইলে পুলিশ তপোবন এলাকা থেকেই তাদের ফিরে যেতে বলে।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সিলেটবাসীর স্বার্থ পরিপন্থী একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেটের শত বর্ষের আন্দোলন সংগ্রামের ফসল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বার বার বিতর্কিত করার চেষ্টা করছেন। বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা বাতিল করা না হলে আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট করবে সচেতন সিলেটবাসী। এরপরও পরীক্ষা বাতির করা না হলে ভর্তি পরীক্ষার আগের দিন সড়ক অবরোধ ও ভর্তি পরীক্ষার দিন সিলেটে হরতালের ডাক দেয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সচেতন সিলেটবাসীর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাসউদ খান, যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী, মুখপাত্র কর্ণেল (অব:) আলী আহমদ ও সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
গণ-পদযাত্রা থেকে ‘সচেতন সিলেটবাসী’র সংগঠনের আল্টিমেটাম – ২৪ ঘন্টার মধ্যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা বাতিল না হলে কঠোর কর্মসূচি
Sunday, December 1, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment