আমাদের সিলেট ডটকম :
সিলেটের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা, মৌলভীবাজার সদরের ইসলামপুর, কুলাউড়ার কৌলা, হবিগঞ্জের নসরতপুর ও শায়েস্তাগঞ্জে এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।
দক্ষিণ সুরমায় প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে। নিহত স্কুল ছাত্রী মোহাম্মদপুর গ্রামের হেলাল আহমদের মেয়ে মাশরাফা আহমদ সুমা (১১)। সে মোহাম্মদপুর এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।
জানা যায়, সুমা গতকাল বিকেলে কটালপুর শফিক কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সড়ক দিয়ে পায়ে হেটে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ঐ সময় সিলেটগামী একটি প্রাইভেট কার সুমাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় নর্থ-ইষ্ঠ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল জানান, বিষয়টি মোগলাবাজার থানার ওসিকে অবহিত করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সুমার জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
মৌলভীবাজার মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ গুরুত্বর আহত ৫। আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মৌলভীবাজার-রাজনগর সড়কের ইসলামপুর নামক স্থানে সিএনজি চালিত অটো রিক্সার চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে চাপা দেয়। এ সময় সিএনজি চালকসহ গাড়িতে থাকা পিতা-পুত্রসহ ৫ জন গুরুত্বর আহত হন এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে কর্ত্যবরত চিকিৎসক জানান।
আহতরা হচ্ছেন- পিন্টু দাস (৪৫), ছিদ্দেক মিয়া (৫২) ও তার ছেলে আব্দুল আজিজ ছালেক (১৩), মো. মোখলেছুর রহমান (১৮) এবং সিএনজি চালক বিনয় মালাকার (৩৫)। এরা সবাই রাজনগর ও কুলাউড়া উপজেলার বাসিন্দা। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সিএনজি অটো রিক্সা উদ্ধার করা হয়েছে বলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান।
কুলাউড়ায় শমশেরনগর বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের বাস নিয়ন্ত্রন হারিয়ে দশ শিক্ষার্থী আহত হয়।
শুক্রবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার কুলাউড়া সড়কের কৌলা চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- কুলাউড়ার টিটিসি এরিয়ার কামাল উদ্দিন চৌধরীর ছেলে শাহাদাত হোসেন সজীব (১৩), আবুল হোসেনের ছেলে সাইদ আহমেদ (১৪) শহরের মাগুরা এলাকার পিয়ন্তী নামের এক শিক্ষার্থীর নাম জানা যায়। তাৎক্ষনিক সবার নাম পাওয়া যায়নি।
কুলাউড়া থানার সাবইন্সপেক্টর মারুফ হোসেন জানান, অবরোধের কারনে রুটিন অনুযায়ী শুক্রবার দুপুরে পরীক্ষা শেষে কলেজ থেকে ফেরার পথে কুলাউড়া চুনঘর এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজে ধাক্কা দিলে শিক্ষার্থীরা আহত হয়। খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে মুসলিম এইড, কুলাউড়া সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস’ায় প্রেরন করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জের নসরতপুরে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার আরোহী ৪ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভৈরব থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি নসরতপুর রেল ক্রসিংয়ে পৌছলে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন রেললাইন অবরোধ করলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস-ক্ষেপে দুইঘন্টা পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, নসরতপুর রেলক্রসিংয়ে কোন গেইট এবং গেইটম্যান নেই।
ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সম্মুখে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২জন নিহত হয়।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার বনগাও গ্রামের মৃত আব্দুর রশিদরে পুত্র মানিক মিয়া (৫৫) একই উপজেলার কোনাগাও গ্রামের কাছম আলীর পুত্র সানু মিয়া (২৭)।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টায় মহাসড়কের ওইস্থানে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৯৪১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশের সযোগীতায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়। বেলা ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুই মারা যায়।
No comments:
Post a Comment