মানবজমিন: নির্বাচনের তারিখ পেছাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তারানকো। বিকাল ৪টায় গণভবনে প্রবেশ করেন তারানকো। বের হন সন্ধ্যা ছয়টায়। দীর্ঘ প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, এম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, বৈঠকে তারানকো নির্বাচন পিছিয়ে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন এটি নির্বাচন কমিশনের এখতিয়ার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment