আমাদের সিলেট ডটকম:
আগামী বুধবার সিলেট জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। এর আগে গতকাল শুক্রবার সিলেট স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রোববার ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সোমবার সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়।
আজ সকালে অবরোধ কর্মসূচি চলাকালে ১৮ দলের এক সমাবেশ থেকে বুধবারের হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। নেতাকর্মীদের গ্রেফতার, মামলা দায়েরের প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতকর্মীদের মুক্তির দাবীতে এই হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহবায়ক এমএ হক।
নির্দলীয় সরকারের দাবীতে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে সিলেটে।
অবরোধ চলাকালে সকাল সাড়ে ৯টায় কদমতলী পয়েন্টে জড়ো হন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। পরে সকাল ১০টায় তারা মিছিল নিয়ে হুমায়ূন রশীদ চত্বরে গিয়ে সমাবেশ করেন।
মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর ও মহানগর ১৮ দলের সদস্য সচিব হাফিজ আবদুল হাই হারুন।
শান্তিপূর্ণভাবে চলছে অবরোধ কর্মসূচি, সিলেটে রবি, সোম ও বুধবার হরতাল
Saturday, December 7, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment