আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় আওয়ামী লীগ প্রার্থী মাসুক উদ্দিন আহমদের বাসায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের বাসায় (আজাদি-১০৮) আকস্মিক হামলা চালায় মোটর সাইকেল আরোহী কয়েক জন যুবক। বাসার লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই পেট্রল বোমা বোমা ছুড়ে মারে তারা। এ সময় বাসার সামনে পার্ক করে রাখা পার্শ্ববর্তী বাসার দুটি মোটর সাইকেলও ভাংচুর করে তারা। পেট্রল বোমার আগুনে পুড়ে যায় বাসার বারান্দায় রাখা ফার্নিচার। খবর পেয়ে তালতলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ নেতা মাসুক উদ্দিন আহমদ ও তার ভাই সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ সময় বাসাতেই অবস্থান করছিলেন।
খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা ঐ বাসায় যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। তবে, কে বা কারা এই আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটে আ’লীগ প্রার্থী মাসুক উদ্দিনের বাড়িতে আগুন
Monday, December 2, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment