আমাদের সিলেট ডটকম:
১০ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
আজ সোমবার বেলা ১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মর্যাদাপূর্ণ সিলেট-১ (সিলেট মহানগর ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন অর্থমন্ত্রী। একই সময়ে সিলেট-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদ ও সিলেট-৫ আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেয়া শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এই নির্বাচনই আমার শেষ নির্বাচন। এবারই আমি নির্বাচন করতে চাচ্ছিলাম না। তবে, আলৱাহর মেহেরবানিতে আমাকে আবারো নির্বাচন করছি। এই নির্বাচনে আমি সর্বস্তরের সিলেটবাসীর সহযোগিতা চাচ্ছি। এ সময় সাংবাদিকরা বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য চাইলে তিনি বলেন, বিএনপি একা বিরোধী দল নয়, এদেশে বিরোধী দল আরো আছে।
এদিকে, শিৰামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালেই বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেটে মনোনয়ন জমা দিলেন অর্থমন্ত্রীসহ আ‘লীগের প্রার্থীরা
Monday, December 2, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment