মানবজমিন: জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে সব দল না এলে নির্বাচনে না যাওয়ার বিষয়টি আবারও নিশ্চিত করেন তিনি। এরশাদ বলেন, সব দল না এলে আমি নির্বাচনে যাবো না। এটাই ফাইনাল কথা। বুধবার বিকালে প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এরশাদ বলেন, ভারতীয় পররাষ্ট্র সচিব আমার কাছে জানতে চেয়েছেন আমি নির্বাচনে না গেলে যদি জামায়াত-শিবির ক্ষমতায় যায়। আমি তাকে স্পষ্ট করে বলেছি, কোন দল ক্ষমতায় আসবে তা আমার দেখার বিষয় নয়। পরিবেশ না হলে এবং সবদলের অংশগ্রহণে নির্বাচন না হলে সে নির্বাচনে আমি অংশ নিবো না। কোন পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে না। এই মূহর্তে এরশাদের বাসার আশপাশে র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। বর্তমান মন্ত্রীসভায় জাতীয় পার্টি থেকে রয়েছেন জিএম কাদের, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু এবং সালমা ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছে জিয়াউদ্দীন আহমেদ বাবলু।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment