দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজারের ৪ টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । ৩টি আসনে একাধিক প্রার্থী থাকলেও মৌলভীবাজার ৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ একাংশ নির্বাচনী এলাকা) একজন প্রাথী মনোনয়নপত্র জমা দেন।
মৌলভীবাজার -১ : বড়লেখা-জুড়ী উপজেলার সমন্বয়ে ‘মৌলভীবাজার-১’ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের প্রার্থী এবং বর্তমান এমপি মো. শাহাব উদ্দিন। এ আসনে জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট মাহবুবুল আলম শামীম এবং আহমেদ রিয়াজ উদ্দিন।
মোঃ শাহাব উদ্দিন এবং এডভোকেট মাহবুবুল আলম শামীম বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারররফ হোসেনর কাছে মনোনয়ন পত্র জমা দেন। তবে, জাতীয় পার্টির অপর প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন মনোনয়ন প্রত্র জমা দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মো. কামরুল হাসানের নিকট।
মৌলভীবাজার -২ : কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জে আশিক অঞ্চলের সমন্বয়ে ‘মৌলভীবাজার-২’ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন সৈয়দ বজলুল করিম এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মুহিবুল কাদির চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রীনা বেগম চৌধুরী, আতাউর রহমান চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মনোনয়ন পত্র জমা দেন। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে তারা মনোনয়নপত্র জমা দেন।
মৌলভীবাজার -৩ : মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সমন্বয়ে ‘মৌলভীবাজার-৩’ আসনে জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মো. কামরুল হাসানের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগে প্রার্থী বর্তমান এমপি সৈয়দ মহসীন আলী।
এ আসনে জাতীয় পার্টির পক্ষে সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ এবং জাসদের পক্ষে আব্দুল মসব্বির মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুয়েল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মৌলভীবাজার -৪ : শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সমন্বয়ে ‘মৌলভীবাজার-৪’ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার দলীয় সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি।
No comments:
Post a Comment