এটিএম তুরাব, বিয়ানীবাজার থেকেঃ
বর্তমান সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সকাল ১০ টায় বিয়ানীবাজারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা উপসি’ত ছিলেন। এর আগে মন্ত্রী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আসেন এবং দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। পরে মন্ত্রীকে নিয়ে পায়ে হেটে দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌছেন এবং সহকারী রিটানিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরীর কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন উপসি’ত ছিলেন। এদিকে জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম উদ্দিন একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেলে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে উপসি’ত হয়ে তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় মন্ত্রী বিরোধী দলকে নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেন, জনগণের রায়ই সবচেয়ে বড়শক্তি। তাই জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। আমাদের না দিলে আমরা বিরোধী দলে যাব। মন্ত্রী প্রধানমন্ত্রীল সাথে একমত পোষন করে বলেন, নির্বাচন নিয়ে তাদের এতো ভয় কেন। নির্বাচন কমিশন সমপূর্ণ স্বাধীন ভাবে কাজ করছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কারো সংশয় থাকার কথা নয়। তিনি বলেন, অপনাদের বেশী ভয় থাকলে সর্বদলীয় সরকারে যোগদান করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নেন। তারপরও দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনে যোগ দিন। মন্ত্রী বলেন, জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের ক্ষতি করবেন না। এ দেশের শিক্ষার্থীর জীবন নষ্ট করবেন না। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীরা দেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আরেক ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে জনগণের রায়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামলীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা আর কারো আমলে হয় নি। তিনি প্রধানমন্ত্রীর ভিষণ ২০২১ বাস-বায়ন ও সরকারের লক্ষ্য পুরণের জন্য আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।
দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনে যোগ দিন -শিক্ষামন্ত্রী
Monday, December 2, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment