বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মুহিত ও সুরঞ্জিত ॥ তাজের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণরায় এই সংসদীয় আসন থাকে নির্বাচিত হতে যাচ্ছেন।
কারণ সিলেট-১ আসনের অপর দুই প্রার্থী এইচ. এম এরশাদের জাতীয় পার্টির (জাপা) বাবরুল হোসেন বাবুল ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) ইফতেখার আহমদ লিমনের মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়ে গেছে।
এ দুজনের মনোনয়নপত্র অসম্পূর্ণ ছিল বলেও সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
এ অবস্থায় সিলেট-১ আসনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার জন্যে প্রার্থীতা প্রত্যাহারের দিন ১৩ ডিসেম্বর পর্যন্ত অপক্ষো করতে হবে।
এছাড়া সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
অন্যদিকে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) আসনে ৩ জন প্রার্থীর মধ্যে এইচ. এম এরশাদের জাতীয় পার্টির তাজ রহমানের মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে গেছে।
এই আসনে এখন প্রার্থী ২ জন-আওয়ামী লীগের বর্তমান সাংসদ ইমরান আহমদ ও স্বতন্ত্র (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা) ফারুক আহমদ।
শেষপর্যন্ত এ দুজনের মধ্যেই লড়াই হতে পারে।
No comments:
Post a Comment