কাদের মোল্লার ফাঁসির রায় প্রকাশ

Thursday, December 5, 2013

মানবজমিন: জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলার মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে চার বিচারপতি কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পক্ষে মত দেন। তারা হলেন- প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির সঙ্গে ভিন্নমত পোষণ করে রায় লিখেছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা । তিনি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে মত দেন। রায় প্রকাশের পরপরই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে, না তাকে রিভিউ দায়েরের সুযোগ দেয়া হবে তা স্পষ্ট নয়। এরআগে সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউির কোন সুযোগ নেই। অন্যদিকে, কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাবি, সংবিধান অনুযায়ী কাদের মোল্লার রিভিউ দায়েরর সুযোগ রয়েছে। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যেই এ রিভিউ দায়ের করার কথা জানান তিনি। গত ১৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ মামলায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। যদিও ট্রাইব্যুনালের রায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License