মানবজমিন: রুহুল আমিন হাওলাদার, রওশন এরশাদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু এবং সালমা ইসলাম তাদের পদত্যাগপত্র দলীয় প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে জমা দিয়েছেন। কিছুক্ষণ আগে তারা এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, প্রেসিডেন্ট দেশে ফেরার পরপরই এইসব পদত্যাগপত্র পাঠিয়ে দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি। এরআগে জাতীয় পার্টির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু। তারা দুপুর সোয় ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পতাকাবিহীন গাড়িতে করে মন্ত্রিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান জাতীয় পার্টির তিন নেতা। এসময় রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ কথা বলেছি। প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন। আমরা এ নিয়ে আলোচনা করবো। এরপর চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেন আমরা তাই কার্যকর করবো। এরআগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরদিন তিনি তার দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। আজ তারা পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। দলের চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের মধ্যে মন্ত্রীরা পদত্যাগ না করলে দল থেকে বহিষ্কার করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment