বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্ষণ গণণা। বিশ্বকাপের ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু উপলক্ষে সিলেট নগরীর সুরমা নদীর তীরে বসেছিল আলোর মেলা। মনোরম আতশবাজি ও নাচে গানে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়া হয় সিলেট জুড়ে।
বর্ণাঢ্য এ আয়োজনে শরীক হতে সুরমা নদীর ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়ির পাশেই সাজানো হয়েছিল উন্মুক্ত মঞ্চ। রাত ১২টা বাজার আগে থেকেই ফ্লাড লাইটে ছোড়া আলোর বন্যায় ভেসে যায় সিলেটের আকাশ। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আকাশে আলোর নাচন। রকমারি আতশ বাজিতে বিশ্বকাপের দ্যুতি ছড়ায় সিলেটে। অবশ্য আকাশ জুড়ে আলোর মেলার পাশপাশি দারুণ শব্দ বাণ কিছুটা আতঙ্ক ছড়ায় নগরবাসীর মাঝে।
কাউন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ সিলেটবাসীর জন্য একটি স্বপ্ন পুরণ। সিলেটবাসীর জন্য এই বিশ্বজনীন আসরে শরিক হওয়া ছিল একটি বিশাল চ্যালেঞ্জ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আর্ন্তজাতিক মানে উন্নীত করার একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন সিলেটবাসী। সেই কাজ যথাসময়ে শেষ হয়েছে। এখন সিলেটে কেবল বিশ্বকাপের পর্দা উন্মোচনের অপেক্ষা। তিনি বলেন, এই আয়োজনে শরিক হওয়া নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘণ হয়ে যেতে পারে। কিন্তু সিলেটে আমার শহরে এত বড় আয়োজন হচ্ছে দেখে আমি বসে থাকতে পারিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম ও সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment