পুলিশের সাথে সাবেক এমপি মিলনের বাক-বিতন্ডা: ছাতকের গোবিন্দগঞ্জে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির মিছিল ও সভা

Thursday, December 5, 2013

১৮ দলীয়জোটের ডাকা অবরোধ চলাকালে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জে পুলিশের বাঁধা অতিক্রম করে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে পুলিশের বাঁধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। এ সময় পুলিশের সাথে কলিম উদ্দিন আহমদ মিলন তুমুল বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন।


মিছিল শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কয়ছর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।


এ সময় তিনি বলেন, কোন বাঁধা রাজপথের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেনা। দাবী আদায় করেই আন্দোলনকারীরা ঘরে ফিরবে। সরকারের সকল প্রকার জুলুম-নির্যাতন, হত্যা-গুমের জবাব রাজপথেই দেয়া হবে। তিনি অবিলম্বে সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানিয়ে বলেন, কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তি না দিলে রাজপথের আন্দোলন আরো কঠোর হয়ে উঠবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপি নেতা রুহুল আমীন, কাজি মাওলানা আব্দুস সামাদ, পৌর বিএনপির সহ-সভাপতি শামসুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান অদুদ আলম, মইজ উদ্দিন মেম্বার, আতাউর রহমান এমরান, ছাদিকুর রহমান, নাজমুল মেম্বার, শুকুর আলী মেম্বার, আশকর আলী লাভু, সাজ্জাদুর রহমান টেইলার, দিল হোসেন মেম্বার, সিরাজুল ইসলাম, শাহজাহান, জহুর আলী, হাজী আলী হোসেন, আব্দুল কাইয়ূম, কালা মিয়া, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, শরীফ আহমদ, শামীম আলম নোমান, জহির আহমদ, দিদার আলম, জগলু মিয়া, এমরান হোসেন, সাদ মিয়া, জিয়া উদ্দিন, জামিল আহমদ, এমাদ উদ্দিন, আশিক মিয়া, নেছার আলম, নজির মিয়া, শাহীন আহমদ, আব্দুল করিম চন্দন, রাসেল মাহমুদ, ইকবাল হোসেন, মাছুম আহমদ, ডা. পিকে দাস রিপন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ, শ্রমিকদল নেতা জুয়েল খান, সাহেব আলী, আব্দুল খালিক, আজাদ মিয়া, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক তোফায়েল খান বিপন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, সহ-সভাপতি রইছ উদ্দিন, আরিফ বিল­াহ, যুগ্ম সম্পাদক আব্দুল­াহ আল-মুমিন, সাজ্জাদুর রহমান সাদেক, ইজাজুল হক রনি, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, ছাত্রদল নেতা আব্দুল গফ্ফার জুসেল, লাল মিয়া, ইমন রহমান, আব্দুল মুমিন, ফয়ছল আহমদ, মনন মিয়া, সারওয়ার হোসেন, সাজু মিয়া, আতিকুর রহমান, লিকসন মিয়া, মাহবুব আলম, আলমগীর হোসেন, সুহেল মিয়া, কাওসার আহমদ, রাহেল মিয়া প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License