মানবজমিন: বিলম্ব হলেও এরশাদের সিদ্ধান্ত সঠিক এবং জাতীর আশা ও আঙ্খাকার সঙ্গে সংগতিপূর্ণ। আমার আশা করি সাবেক প্রেসিডেন্ট বিরোধী দলের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে তাঁর দলীয় নেতা – কর্মীদেরও অংশ গ্রহণের নির্দেশ দেবেন। জাতীয় পার্টির নবগঠিত (জাফর-মসীহ) গ্রুপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাংশের এক সভায় গতকাল এসব কথা বলা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে মহাসচিব গোলাম মসীহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন। আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্যডঃ টি আই এম ফজেল রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, ব্রি. জে. (অবঃ) কাজী মাহমুদ হাসান, মুজিবুর রহমান এমপি, এসএম এম আলম, আবুল কাশেম, আতিকুর রহমান আতিক, এইচ এম গোলাম রেজা এমপি, জাহাঙ্গীর মোঃ আদেল, মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ, চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদের সদস্য লুৎফুর রহমান হেলাল, ভাইস চেয়ারম্যান সর্বজনাব নবাব আলী আব্বাস খাঁন এমপি, আনোয়ারা বেগম, ডাঃ শহীদুল ইসলাম সাবেক এমপি, নুরুল আমিন সানু, আনিছুল ইসলাম মন্ডল এমপি, এড. মজিবুর রহমান, আনছার আহমদ ও এয়ার আহমদ সেলিম, ছিদ্দিকুর রহমান, বেগম রওশন আরা মান্নান, যুগ্ম মহাসচিব ও সাবেক সভাপতি জাতীয় ছাত্র সমাজ / জাতীয় যুব সংহতি আলমগীর শিকদার লোটন। সভায় ৩১ সদস্যর সমপ্রসারিত এডহক কমিটি অনুমোদন করা হয়। বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ইতিমধ্যে তাঁর মনোনিত প্রার্থীদের এবং তথাকথিত সর্বদলীয় সরকারে যোগদানকারী সকল মন্ত্রী ও উপদেষ্টাদের মনোনয়ন প্রত্যাহার ও পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সভা তার এই সিদ্ধান্তের অভিনন্দন জানিয়ে বলতে চায়, এরশাদ সাহেবের সিদ্ধান্তে এই কথাই প্রমাণিত হল যে; নবগঠিত জাতীয় পার্টির বক্তব্য ও সিদ্ধান্ত ছিল দূরদর্শী ও বাস্তবধর্মী। আমার আশা করি সাবেক প্রেসিডেন্ট এরশাদ এখন চলমান বিরোধী দলের আন্দোলনের সাথে একাত্ম হয়ে তাঁর দলীয় নেতা ও কর্মীদের আন্দোলনে অংশ গ্রহণের নির্দেশ দিবেন। আমরা মনে করি, বিলম্ব হলেও এরশাদের সিদ্ধান্ত সঠিক এবং জাতীর আশা ও আঙ্খাকার সঙ্গে সংগতিপূর্ণ।সভায় দেশের চলমান আন্দোলনের সাফল্যকে অভিনন্দন জানিয়ে তার, সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করা হয়।একইসঙ্গে সা আন্দোলনে অংশগ্রহণকারীদের অসীম সাহস ও বীরত্বের গভীর প্রশংসা করে বলা হয়; তাদের এই বীরত্ব আমাদের দেশের গণতান্ত্রীক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সভায় প্রতিদিন আন্দোলনে অসংখ্য কর্মীর শাহাদাতবরণ এবং আহত হওয়ার ঘটনাকে সরকারের ফ্যাসিবাদী আচরনের উলঙ্গ নিদর্শন মনে করে। সভায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সভায় লক্ষ্য করছে যে, বেশ কয়েকটি জেলা ও উপজেলায় জাতীয় পার্টির নেতা ও কর্মীরা চলমান এই আন্দোলনে ইতিমধ্যেই অংশগ্রহণ করায় তাদেরকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান হয়। সভায় বিএনপির শীর্ষ নেতা সহ চলমান আন্দোলনে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবি করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment