সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরীর বাসায় বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়।
শাহপরাণ থানার ওসি শিবেন্দু দাস জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসা টিলাগড় কল্যাণপুরস্থ ১৭ নং চান্দভরাং হাউসের ড্রয়িং রুমে এমপি শফিকুর রহমান চৌধুরী দলীয় কর্মীদের সাথে কথা বলছিলেন। এ সময় বাসার সামনের রাস্তা থেকে স্কচট্যাপে মোড়া একটি বস্তু ছুড়ে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা। গাড়ীর উপর শক্ত কিছু পড়ার শব্দ শুনে ড্রয়িং রুমের লোকজন বের হন। এ সময় বাসার নিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশও বের হয়ে আসে। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে শাহপরাণ থানার ওসি শিবেন্দু দাস ঘটনাস্থল পরিদর্শণ করে কিছু আলামত সংগ্রহ করেছেন। ওসি জানান, বস্তুটি বোমা সদৃশ। তবে, সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি বলে জানান ওসি।
এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপির বাসায় বোমা নিক্ষেপের প্রতিবাদে টিলাগড় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
No comments:
Post a Comment