জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল – এরশাদ সৈনিকরা জীবন বাজি রেখে এরশাদকে রক্ষা করবে – সেলিম উদ্দিন

Thursday, December 5, 2013

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বাসবভনে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশসহ আইন শৃংখলা বাহিনী গতকাল গ্রেফতার করার পরিকল্পনা করে। নেতাকর্মীদের তীব্র অবস্থানের কারনে গ্রেফতার করতে ব্যার্থ্য হয়েছে।


এরশাদকে গ্রেফতারের চেষ্ঠার প্রতিবাদে বৃহষ্পতিবার সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃত্বে এক মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে অবস্থান নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মো. সেলিম উদ্দিন বলেন, দীর্ঘ্য ৫ বৎসর আমরা মহাজোটকে সমর্থন দিয়েছি। আমরা এখন মহাজোটে নেই। দেশের মানুষের জীবন আজ হুমকির সম্মুখীন, মানুষের জানমালের নিরপত্তা নেই। জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সিদ্বান্ত গ্রহন করেছেন তাই তাকে গ্রেফতার করার পায়তারা চলছে। ৬৮ হাজার গ্রাম বাংলার এরশাদ সৈনিক জীবন বাজি রেখে এরশাদকে রক্ষা করবে। যে কোন পরিস্থিতে এরশাদকে মুক্ত করবো ইনশাআল­াহ। তিনি আরোও বলেন, আমাদেরকে আর ব্যাবহার করার সুযোগ নেই। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।


বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইহাহয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা জাপার সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আব্দুস সহিদ লশকর বশীর, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আবুল হাসনাত, সাধারন সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুক্তরাজ্য জাতীয় আইনজীবী ফেডারেশন এর সাধারন সম্পাদক ব্যারিষ্টার হক ইমানুল হামিদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ রুবেল, আবাদুল মুকিত মাষ্টার, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি সহিদ আহমদ শিব্বির, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, আতাউর রহমান চুনু, অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, যুগ্ম-দফতর সম্পাদক অপু রানা সেন নারায়ন, কৃষি সম্পাদক দেলওয়ার হোসাইন, সাহিত্য সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক শাহান উদ্দিন নাজু, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জুম্মান আহমদ, যুগ্ম-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, সহ-সভানেত্রী রুনা চৌধুরী, সাধারন সম্পাদিকা হেনা বেগম, জেলা জাপার সদস্য আবু তাহের, মহানগর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক এম মোরশেদ খান, এম বরকত আলী, জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মিজানুর রহমান মোগল, তাজিদ বক্স লিমন, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, প্রচার সম্পাদক হোসেন আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান গেদুল, জাতীয় সেচ্ছাসেবক পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কুটি মিয়া, সেচ্ছাসেবক নেতা কামাল আহমদ, জুবের আহমদ, হাসান আহমদ, মকবুল হোসেন, মহানগর ছাত্রসমাজের আহবায়ক হেলাল তালুকদার, জেলা ছাত্র সমাজ নেতা জাকির হোসেন, আরিফ আহমদ, জয়নাল আহমদ, কামাল উদ্দিন, মান্না আহমদ, আলী আকবর, মহানগর ছাত্র সমাজ নেতা মিজান উদ্দিন, আকবাল হোসেন, মো শাহিদ আলী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License