দক্ষিণ সুরমায় পিকেটারদের হামলায় আহত অটোরিকশা চালকের মৃত্যু উত্তেজিত জনতার সড়ক অবরোধ

Friday, December 6, 2013

আমাদের সিলেট ডটকম :

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের হাজীপুরে গত বৃহস্পতিবার পিকেটারদের হামলায় আহত সিএনজি (অটোরিক্সা) চালক সোয়েব আহমদ (১৮) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সফিক মিয়ার পুত্র।

গতকাল শুক্রবার ভোর ৫ টায় সোয়েব মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সিলেট সুলতানপুর সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে।

অবরোধের খবর পেয়ে মোগলাবাজার থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাস’লে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালে সড়কের দু-দিকে অসংখ্য যান-বাহন আটকা পড়ে যানজটের সৃষ্ঠি হয়। গতকাল দুপুরে ময়না তদন- শেষে সোয়েবের লাশ তার গ্রামের বাড়িতে পৌছলে শোকাবহ পরিসি’তির সৃষ্টি হয়। বাদ আছর নয়া বাজারে নামাজে যানাযা শেষে পঞ্চায়েতী কবরস’ানে তাকে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় এলাকার রাজনৈতিক সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জন-সাধারণ অংশগ্রহন করেন।

স্থায় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ সুরমা ছাত্র দলের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেলা ১১ টায় সোয়েব আহমদ সিএনজি অটোরিক্সা (নং-সিলেট-থ-১২-৩২৩২) চালিয়ে জালালপুর থেকে ৪ জন যাত্রী নিয়ে চন্ডিপুলের দিকে আসছিলেন। অটোরিক্সাটি সিলেট সুলতানপুর সড়কের সিলাম ইউনিয়নের হাজীপুর এলাকায় পৌছলে হরতাল সমর্থক পিকেটাররা তার গাড়ীতে হামলা চালায়, এ সময় সোয়েব আহমদসহ ৩ যাত্রী আহত হন এবং সিএনজিটি ভাংচুর করা হয়। আহত অটোরিক্সা চালক ও যাত্রীদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত সিএনজি চালক সোয়েব আহমদ ১৭ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার মোগলাবাজার থানার এসআই চান মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-০২। তারিখ-০৫/১২/২০১৩ ইংরেজী।

এলাকাবাসীর অভিযোগ, হরতাল বা অবরোধ চলাকালীন সময়ে সিলেট সুলতানপুর সড়কের সিলাম ও জালালপুর এলাকায় টহল পুলিশ না থাকায় প্রায়ই যাত্রী সাধারণ পিকেটারদের হাতে নাজেহাল হন।

এদিকে, সোয়েব আহমদের পিতা সফিক উদ্দিন অটোরিক্সাটি কিনে ছেলেকে চালানোর জন্য দিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে সোয়েব আহমদকে হারিয়ে পিতা সফিক উদ্দিন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License