আমাদের সিলেট ডটকম:
সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, সাবেক পৌর মেয়র বাবরুল হোসেন বাবুল ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদের সিলেটস্থ বাসায় ককটেল নিক্ষেপ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাবরুল হোসেন বাবুলের বাসায় কোন ক্ষয়ক্ষতি না হলেও আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে সাব্বির আহমদের বাসার দরজা ও তার ব্যক্তিগত গাড়ী।
জানা গেছে, দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের অবস্থিত উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদের বাসায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত। মোটর সাইকেল আরোহী কয়েক জন যুবক আকস্মিকভাবে বাসার গেইট খুলে প্রবেশ পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা বাসার সামনে থাকা সাব্বির আহমদের ব্যক্তিগত গাড়ীর গ্লাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একই ভাবে ঘরের দরজায় আগুন দেয়। ককটেলের শব্দে বাসার লোকজন বেরিয়ে আসলে মোটর সাইকেল আরোহী যুবকরা দ্রুত পালিয়ে যায়। পরে বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
প্রায় একই সময়ে শহরতলীর মেজর টিলাস্থ বাবরুল হোসেনের বাসাতেও হামলা চালায় এক দল যুবক। ঐ হামলাকারীরাও ছিল মোটর সাইকেল আরোহী। ৫/৬ জন যুবক বাসার গেইটের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা বাসার সামনে পার্ক করে রাখা বাবরুল হোসেন বাবুলের ব্যক্তিগত জীপের গ্লাস ভাংচুর করে পালিয়ে যায়।
জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ এ হামলার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি। তিনি বলেন, সম্প্রতি ১৮ দলের অবরোধ চলাকালে জকিগঞ্জের সড়কের বাজারে আমারা গাড়ীতে হামলা চালায় ১৮ দলের কর্মীরা। জাতীয় পার্টি যেহেতু নির্বাচনে গেছে, সেহেতু অনুমান করতে পারি এ ঘটনার সাথে ১৮ দলীয় জোটের কর্মীরাই জড়িত।
এ বিষয়ে জানার জন্য বাবরুল হোসেন বাবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উভয় বাসায় হামলার খবর পেয়ে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাপা নেতা বাবরুল হোসেন বাবুল ও উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদের বাসায় ককটেল নিক্ষেপ ও আগুন
Sunday, December 1, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment