সিলেটে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় মঙ্গলবার ভোরে জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর শফিকুল ইসলামসহ জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-সহকারী কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম ছাড়াও সিলেট মহানগরের ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের নায়েবে আমীর মকসুদুল করিম ও ৫ নং ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রয়েছে। মোট ১৭জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে কোতয়ালী থানা ১০ জন, জালালাবাদ থানায় ২ জন, দক্ষিণ সুরমায় ২ জন, শাহপরানে ২ জন ও বিমানবন্দর থানা এলাকা থেকে ১জন। এদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment