সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন এতে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, যুবলীগ নেতা চান্দ আলী, আব্দুল মান্নান, আকবর আলী, কাজল মিয়া প্রমূখ। বক্তারা ৬ বারের নির্বাচিত এমপি এনামুল হক মোস্তফা শহীদকে মনোনয়ন না দিলে নির্বাচন বয়কটের হুমকি দেন।
No comments:
Post a Comment