হরতাল আর অবরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি এখন স্থবির
তনুজা শারমিন তনু, দিনাজপুর : হরতাল আর অবরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে যেখানে প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবশ করে সেখানে অবরোধের কারণে শনিবার ও রবিবার একটিও প্রবেশ করেনি।
হিলি কাঁচামাল আমদানিকারক প্রুপের আহ্বায়ক হারুন-উর রশিদ হারুন জানিয়েছেন, অবরোধে হিলি স্থলবন্দর থেকে দেশের অন্যপ্রান্তে পরিবহন বন্ধ থাকায় পণ্য অন্যান্য এলাকায় পাঠানো সম্ভব হচ্ছে না। পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় অনেক কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস. এম হায়দার জানায়, এই স্থলবন্দরের সব বিভাগ খোলা আছে। তবে ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছেনা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজামুদ্দিন জানান, এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকলেও অন্যান্য দিনের তুলনায় তা খুবই কমে গেছে।
একেতো একের পর এক অবরোধ তারউপর ২৮ নভেম্বর দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়ে ১৮ দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে ১৮ দলের ডাকে ররিবার সকাল-সন্ধা হরতাল পালিত হয়।
No comments:
Post a Comment