অবিলম্বে তফসিল প্রত্যাহার ও পদত্যাগ করে জাতিকে সংঘাতের হাত থেকে মুক্তি দিন : হক

Tuesday, December 3, 2013

অবিলম্বে তফসিল প্রত্যাহার ও পদত্যাগ করে জাতিকে সংঘাতের হাত থেকে মুক্তি দিন : হক


১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম. এ হক বলেছেন, ১৮ দলীয় জোটকে বাইরে রেখে একদলীয় ও একতরফা নির্বাচনের নামে দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা কখনো সফল হতে দেবে না।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গুলি চালিয়ে মানুষ খুন করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করুন। মিথ্যা মামলা দিয়ে নেতৃবৃন্দকে হয়রানি ও গ্রেফতার করে চলমান আন্দোলন ঠেকানো যাবে না। গ্রেফতার নির্যাতন বন্ধ এবং জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি না দিলে চলমান আন্দোলনকে কঠোর থেকে কঠোরতর করা হবে।

সিইসি ঘোষিত নির্বাচনী তফসিল অবিলম্বে প্রত্যাহার ও পদত্যাগ করে জাতিকে সংঘাত-সংঘর্ষের হাত থেকে মুক্তি দিতে সরকারের প্রতি এম. এ হক আহ্বান জানান।

সোমবার ২ ডিসেম্বর ১৮ দলীয় জোট ঘোষিত টানা অবরোধ কর্মসূচির ৩য় দিনে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বক্তব্য রাখছিলেন।

১৮ দলীয় জোট সিলেট মহানগর সদস্য সচিব ও মহানগর জামায়াতে ইসরামীর নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, খেলাফত মজলিসের মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় পার্টি মহানগর আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License