আমাদের সিলেট ডটকম:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চারখাই সংলগ্ন বারইগ্রাম এলাকায় আ’লীগ নেতাকর্মীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে ও ১৮ দলের নৈরাজ্যের প্রতিবাদে আজ রোববার মাগরিবের নামাজের পর একটি মিছিল বের করে। মিছিলটি বারইগ্রাম এলাকা অতিক্রমকালে মূল সড়কের পাশে লাগানো জাসাস নেতা ও চিত্রনায়ক হেলাল খানের একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলে। এ সময় গ্রামবাসী কয়েক জন ঐ বিলবোর্ড না ছেড়ার অনুরোধ জানান আওয়ামী লীগ কর্মীদের। এসময় আওয়ামী লীগ কর্মীরা গ্রামের এক মুরুব্বীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক বিতন্ডা ও পরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত: ২০ জন আহত হন।
পরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাত সাড়ে ৮টায় ঘটনাস্থল থেকে বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ ঘটেছে। তবে, কেউ গুরুতর আহত হয়নি। বর্তমানে পরিস্থতি স্বাভাবিক হয়ে এসেছে।
বিয়ানীবাজারের চারখাইয়ে আ’লীগ কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
Sunday, December 1, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment