৭২ঘন্টা অবরোধের ২য় দিনে কানাইঘাটে বিএনপি-জামায়াতের সড়ক অবরোধ

Sunday, December 1, 2013

আমাদের সিলেট ডটকমঃ

বিরোধী জোটের দেশ ব্যাপী টানা ৭২ঘন্টা অবরোধের ২য় দিনে কানাইঘাটের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে কানাইঘাট-দরবস্ত-সিলেট সড়কের পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া পয়েন্টে সড়ক অবরোধ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এছাড়া অবরোধের সমর্থনে গাছবাড়ী বাজার, বুরহান উদ্দিন বাজার, রাজাগঞ্জ বাজার, সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর ও ঈদগাহ এলাকায় রাস্তা অবরোধ করে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের কোথাও কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায় নি। এদিকে গত বৃহস্পতিবার কানাইঘাটের সড়কের বাজারে আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে প্রায় শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় পৃথক দ্রুত বিচার আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতারকৃত বিএনপির ৭ নেতাকর্মী বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজত বাসে রয়েছেন। এদিকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সড়কের বাজারে ১৮দলীয় জোটের নেতাকর্মীদের হয়রানী গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন কানাইঘাট-জকিগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবুল কাহির চৌধুরী, উজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, বিএনপির প্রধান সমন্বয়কারী মামুন রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম.এ.লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর জামায়াতের আমির প্রভাষক বশির আহমদ, সেক্রেটারী মাওঃ দেলোওয়ার হোসেন, জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাওঃ এবাদুর রহমান, খেলাফত মজলিসের সেক্রেটারী শহিদুর রহমান, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওঃ খলিলুর রহমান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License