সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মীরবক্সটুলাস্থ বাসায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা নিৰেপের প্রতিবাদে নগরীতে বিৰোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদৰিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত এক সংৰিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গত সোমবার রাতের এই হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে বলেন, বিজয়ের মাসে এক জন মুক্তিযোদ্ধার বাসায় হামলা করে একাত্তরের পরাজিত শক্তি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। যথাসময়ে এর সমুচিত জবাব দেয়া হবে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জাসদ নেতা কলমদর আলী, ওয়ার্কার্স পার্টি নেতা সিকন্দর আলী বক্তব্য রাখেন।
আ’লীগ প্রার্থীর বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
Tuesday, December 3, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment