সিলেটে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বুধবার হরতাল
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার ১১ ডিসেম্বর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলাম, বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, ২৫নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম ও বিমান বন্দর থানা যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ চমনসহ অন্যান্য নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মিথ্যা বলে ১৮ দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
১৮ দলের তৃতীয়দফা অবরোধ কর্মসূচির প্রথমদিন শনিবার ৭ ডিসেম্বর সকালে মহানগরীর দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বরে এক সমাবেশে মহানগর বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোট মহানগরের আহবায়ক এম. এ হক হরতালের ঘোষণা দেন।
এসময় সিলেটবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্রপূর্ণ বহাল করতে স্বৈরাচার জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
No comments:
Post a Comment