মানবজমিন:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার পর গণভবনে সরকারের শরিক দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জাতীয় পার্টির দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলু উপস্থিত ছিলেন। ওই বৈঠকে এরশাদের হঠাৎ অবস্থান বদল এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যদিও বৈঠকের পর জাতীয় পার্টির দুই নেতার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা নির্বাচনে থাকার বিষয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন। রাত আটটার পর থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক হয়। এর আগে সেনা বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে গণভবন সূত্র নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। তবে নেতারা নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি নিয়ে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা ঠিক হয়ে যাবে। আমি আগেও একথা বলেছি। এখনও বলছি।
আওয়ামী লীগের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী: দলের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল চারটায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগ ও গণভবন সূত্র জানিয়েছে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরশাদের আচমকা ঘোষণায় নেতারা বিব্রত ও হতাশ হয়েছেন। এ অবস্থায় গতকাল দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী। দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী আমির হোসেন আমু নিজ নির্বাচনী এলাকা ঝালকাটিতে ছিলেন। গতকাল বিকালে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় নেতাদের নিয়ে গণভবনে অনির্ধারিত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর আগে গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছ থেকে দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত হন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে সর্বশেষ অবস্থায় করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রী নেতাদের পরামর্শ নেবেন। একইসঙ্গে দলের কর্মসূচিও ঠিক করা হবে।
গণভবনে হাসিনার জরুরি বৈঠক
Tuesday, December 3, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment