জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত আজিজুস সামাদ ডনের মনোনয়নপত্র অতঃপর বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আজিজুস সামাদ ডনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বৃহস্পতিবার যাছাই বাছাইকালে রির্টানিং অফিসারের কার্যালয়ে এটি আটকে রাখা হয়। পরে ত্রুটি সংশোধনের পর মনোনয়নপত্রটি বৈধ হিসেবে ঘোষনা করা হয়।
সুনামগঞ্জের রির্টানিং অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চত করেছে। এনিয়ে বর্তমানে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ মান্নান ও স্বতন্ত্র প্রার্থী আজিজুস সামাদ ডনের মনোনয়ন বৈধ হয়েছে। জাতীয় পার্টি প্রার্থী এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহীনের মনোনয়নপত্র জাতীয় পাটির চেয়ারম্যান এরশাদের নির্দেশে তিনি তাঁর মনোননয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে এ আসনে মান্নান ও ডনের মধ্যে নির্বাচন হবে।
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডনের মনোনয়নপত্র ত্রুটি সংশোধনের পর বৈধ ঘোষনা
Friday, December 6, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment