মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার বাসায় বোমা হামলাকারীরা হায়েনার চেয়েও হিংস্র
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বিএনপি-জামাত মানুষ পুড়িয়ে হত্যা, রেললাইন উপড়ে ফেলা, পুলিশের উপর ও যানবাহনে হামলা চালানো এবং অগ্নিসংযোগের মাধ্যমে মধ্যযুগীয় বর্বরতায় মেতে উঠেছে। যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে তারা জালিম, গণদুশমন এবং হায়েনার চেয়েও হিংস্র। তাদের সাথে গণমানুষের সম্পৃক্ততা থাকতে পারেনা।
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের বাসায় বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ এলাকায় জেলা ও মহানগর ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার বাসায় হামলা করে বিএনপি-জামাত এদেশের মুক্তিযুদ্ধ ও অর্জিত বিজয়ের উপর আঘাত হেনেছে। আর যদি কোন হামলা চালানো হয় তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল শক্তিকে নিয়ে তা প্রতিহত করা হবে।
No comments:
Post a Comment