আমাদের সিলেট ডটকম:
নিজের অবৈধ আগ্নেয়াস্ত্র থেকেই অসাবধানতা-বশত: গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী মিঠু কান্তি দে। আহত মিঠু সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক পীযুষ কান্তি দের ভাই বলে জানা গেছে। বুকে গুলিবিদ্ধ মিটুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য মিটু দাবী করেছেন, নগরীর তালতলা রিক্সা-যোগে বাসায় ফেরার পথে দুই যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলোর সাথে কথা বলে জানা গেছে, নগরীর ভাঙ্গাটিকের বাসিন্দা নিতাই কান্তি দে‘র পুত্র মিঠু কান্তি দে আজ দুপুর দেড়টার দিকে রিক্সা-যোগে বাসায় ফিরছিলেন। এ সময় তার পকেটে রিভলভার ছিল। তালতলা এলাকায় অসাবধানতা-বশত: তার পকেটে থাকা রিভলভার থেকে গুলি বেরিয়ে যায়। গুলিটি তার বুকের বাঁপাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই মুবাশ্বির ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মিটুর সাথে কথা বলেন। এসআই মুবাশ্বির আমাদের সিলেট ডটকম’কে জানান, মিটু তাকে জানিয়েছে, বাসায় ফেরার পথে মোটর সাইকেল আরোহী দুই যুবক খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে গেছে।
তালতলা গণপূর্ত অফিসের সামনে ব্যবসা করেন এমন একজন হকার তার নাম প্রকাশ না করার শর্তে আমাদের সিলেট ডটকম’কে জানান, সুরমা টাওয়ারের দিক থেকে আসা একটি রিক্সায় ২ যুবক যাত্রী ছিলেন।হঠাৎ করে খুব ছোট করে গুলির মত একটি শব্দ শোনা যায়। এ সময় রিক্সারোহী এক যুবক ‘মাগো মাগো‘ বলে চিৎকার করেন। তিনি তার সঙ্গী অপর যাত্রীর সহযোগিতায় রিক্সা থেকে নেমে রাস্তার পাশের ফুটপাতে বসে পড়েন। তার হাতে রক্ত ছিল। পরে, রিক্সা ছেড়ে সিএনজি নিয়ে দ্রুত তালতলা ছেড়ে যান। কেউ কোন গুলি করেছে কি-না তা বুঝা যায়নি।
এ ব্যাপারে জানার জন্য, ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দের সাথে যোগাযোগ করা হলে ওসমানী হাসপাতাল থেকে তিনি জানান, দুর্বৃত্তরা তার ভাইয়ের উপর হামলা করেছে। তবে, তার গুলি তার বুকের বাম পাঁজরে আঁচড় কেটে বেরিয়ে গেছে। মিটু সংকট-মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, মিটু’র নামে কোন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেই। তিনি নিজেই নিজের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়েছেন।
সেম-সাইড ! নিজের অবৈধ অস্ত্রেই আহত ছাত্রলীগ কর্মী
Tuesday, December 3, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment