কাল প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব: জাপা মহাসচিব

Saturday, December 7, 2013

নতুন বার্তা,ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার জানিয়েছেন, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়া যায়নি। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পার্টির সাত মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগপত্র জমা দেয়া হবে।

শনিবার বেলা সোয়া তিনটায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এসব কথা জানান হাওলাদার।


এ সময় উপস্থিত বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি এখনো তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।


এর আগে শনিবার দুপুরে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন, “মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারা পদত্যাগ না করলেও কিছু যায় আসে না। সব দল ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই, আমি সিদ্ধান্তে অনড় আছি।”


এরশাদ বলেন, “রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বিভ্রান্তিমূলক। এসব বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। আমি জীবিত থাকতে কাউকে পার্টির





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License