নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীরা আজ রোববার যেকোনো সময়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবিএম রুহুল আমি হাওলাদার।
গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি একথা জানান।
রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশই চূড়ান্ত। আগামীকাল প্রধানমন্ত্রী সময় পেলে তার সঙ্গে দেখা করে আমরা পদত্যাগপত্র জমা দেব।
শনিবারই কেন তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শনিবার আমরা সময় চেয়েছিলাম। কিন্তু সাপ্তাহিক ছুটি হওয়ায় প্রধানমন্ত্রী সময় দেননি।
তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে দলের সব মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান রুহুল আমিন হাওলাদার। এছাড়া ‘এরশাদ পদত্যাগ করছেন’ বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।
এর আগে জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এরশাদের বাসায় যান।
জাপার মন্ত্রীদের পদত্যাগ আজ
Saturday, December 7, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment