আমাদের সিলেট ডটকম:
সিলেট সার্কিট হাউস ও সিলেট সদর উপজেলা কমপ্লেক্সে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোটর সাইকেল আরোহী দুই যুবক কীন ব্রীজ সংলগ্ন সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে যায়। কেউ কোন কিছু বুঝে ওঠার আগেই তারা সার্কিট হাউজ কম্পাউন্ডের ভেতর একটি ককটেল ছুড়ে মারলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এ সময় কীন ব্রীজ ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপকারী দুই যুবক দ্রুত পুণরায় মোটর সাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান ককটেল নিক্ষেপের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর সার্কিট হাউজের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েনি বলে জানান ওসি।
এদিকে, একই সময়ে সিলেট শহরতলীর খাদিমে অবস্থিত সিলেট সদর উপজেলা কমপ্লেক্সে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা নির্বাচন অফিসের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটে। তবে, কেউ বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। খবর পেয়ে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট সার্কিট হাউজ ও সদর উপজেলা কমপ্লেক্সে ককটেল নিক্ষেপ
Monday, December 2, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment