আওয়ামী বাকশালী সরকার খুনের নেশায় উম্মাদ হয়ে গেছে : সিলেট মহানগর জামায়াত
জামায়াতে ইসলামী সিলেট মহানগর নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী বাকশালী সরকার ক্ষমতার মোহে খুনের নেশায় উম্মাদ হয়ে গেছে। তারা আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে নিয়োগ করেছে রাষ্ট্রের সর্বশক্তি। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে আওয়ামী লীগ দেশে চরম স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত রয়েছে।
তারা বলেন, কথিত মানবতাবিরোধী অপরাধের ধূয়া তুলে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টায় করছে বিচারের নামে চরম অবিচার। জনগণ এই অবিচার ও জুলুম বরদাশত করবে না।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধের শেষদিনে ও সিলেটে ছাত্র শিবির আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মহানগরীর বিভিন্ন স্থানে সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
মহানগরীর মদীনা মার্কেট, মীরাবাজার, শিবগঞ্জ, খাসদবির, দক্ষিণ সুরমা ও শাহপরাণ গেইটে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দলের মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ ও মো. শাহজাহান আলী, অন্যতমে নেতা মুফতি আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও মাহমুদুর রহমান দিলওয়ার।
No comments:
Post a Comment