প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতিংসঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে তফসিল পেছানো হবে বলে সিইসি তারানকোকে জানান বলে একটি সূত্রে জানা গেছে। রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারানকো। বেলা ১২টা ২৭ মিনিট পর্যন্ত বৈঠক করে সিইসির কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। তবে বাইরে অপেক্ষমান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তারানকোর কাছে বৈঠক সম্পর্কে জানার জন্য নানা প্রশ্ন করলে তিনি কোনো জবাব না দিয়ে মুচকি হেসে চলে যান। এদিকে সিইসির পক্ষ থেকেও বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সিইসির একটি সূত্র জানিয়েছে, সিইস তারানকোকে বলেছেন- রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে তফসিল পেছানো হতে পারে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জাতিসংঘের ইলেক্ট্রোরাল অ্যাসিস্টেন্ট ডিভিশনের পরিচালক ক্রেগ, তারানকোর বিশেষ সহকারী গিয়ালকা রামপোলা, জাতিসংঘের সিনিয়র মেডিটেশন এক্সপার্ট মেরি জলি জাহার, পলিটিক্যাল অ্যাফেয়ারস অফিসার সোনজা বাচম্যান এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক। এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন তারানকো।
রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে তফসিল পেছানো হবে : সিইসি
Sunday, December 8, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment