সিলেটে ১৮ দলের হরতাল ॥ পুলিশের সাথে জামাত-শিবিরের সংঘর্ষ ॥ দিনাজপুর বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীসহ পুরো জেলায় ১৮ দলীয় জোটের ডাকে বুধবার ১১ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এই হরতাল হরতাল আহ্বান করা হয়েছে।
১৮ দলের এই হরতাল সকাল থেকেই ছিল ঢিলেঢালা। তবে মহানগরীর বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় ছিলনা ভারী যানবাহন; কিন্তু রিক্সা, ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করে।
হরতালের সমর্থনে সকাল ১০টার দিকে ১৮ দল মহানবগরীর বন্দরবাজার এলাকায় মিছিল করে। এরপর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নেয়।
অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর হাউজিং এস্টেট এলাকার কাছে পুলিশের সাথে ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষ হয়।
এসময় ছাত্র শিবির কর্মীরা প্রচুর ককটেল ফাটায় এবং পুলিশ বহনকারী দুটি লেগুনা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া দুপুরে টুকেরবাজার ও মদিনা মার্কেটসহ আরো কয়েকটি এলাকায় পুলিশের সাথে জামাত-শিবিরের সংঘর্ষ হয়।
টুকেরবাজারে সংঘর্ষ চলে প্রায় আধঘণ্টা। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামাত-শিবির মদিনা মাকের্ট এলাকায় সাউথইস্ট ব্যাংকের একটি শাখা ও একটি বিপণি বিতান এবং মিরবক্সটুলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। এছাড়া ৪০ জনকে আটক করে।
No comments:
Post a Comment