গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়িতে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে
মো. ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দারিয়াপুর এলাকায় বুধবার ১১ ডিসেম্বর বিকেলে ভাই ভাই সুপার মার্কেটে দুর্বুত্তদের দেয়া আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ীরা জানায়, কয়েকজন দুর্বৃত্ত কয়েকটি দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকার লোকজনের সহায়তায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাইবান্ধার ফায়ার সাভির্সের সহকারী উপ পরিচালক কোবাদ আলী জানান, আগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একইদিন পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর বাজারে ৪টি দোকানে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়, বুধবার ভোরে বাসুদেবপুর বাজারে অনিল চন্দ্র সাহার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা পাশের ৩টি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও অবরোধের কারণে আসতে দেরি হওয়ায় স্থানীয় লোকজন ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব দোকান মালিক ব্যবসা করছিলেন। অগ্নিকাণ্ডে তাদের ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
No comments:
Post a Comment