কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দুই বাংলাদেশীকে ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যু হয়েছে। মনু নদী অতিক্রম করে ভারতীয় সমরুরপার এলাকায় গেলে চোর সন্দেহে ভারতীয় জনতা তাদের পিটুনী দেয়। শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সীমান-বর্তী শরিফপুর ইউনিয়নের সনজবপুরের বেরীরপার গ্রামের মাজিদ আলী (৪৫)ও নজর আলী(৩৫) বাংলাদেশীয় সীমানা মনু নদী অতিক্রম করে ভারতের সমরুরপার এলাকায় প্রবেশ করে। সেখানে যাওয়ার পর ভারতীয় গ্রামবাসী চোর সন্দেহে গণপিটুনী দিলে গুরুতর আহত হয় এবং কৈলাশহর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
শরীফপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু এবং ভারতের উত্তর ত্রিপুরার সাংবাদিক মোহিত পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা দুই বাংলাদেশী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং লাশ দুটি কৈলাশহর থানায় রয়েছে বলে জানান।
শরীফপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মাহবুব জানান, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছেন এবং সার্বিক ঘটনা বিষয়ে নিশ্চিত হচ্ছেন।
১৪ বিজিবি ব্যাটেলিয়নের মেজর সাহেদ মেহের এ প্রতিনিধিকে জানান, তিনি এ ধরণের একটি সংবাদ শুনেছেন। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।
শরীফপুর সীমান্তে ২ বাংলাদেশীকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয়রা
Friday, December 13, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment