সিলেটে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার ॥ ৪টি আসনে আলীগ-জাপা প্রতিদ্বন্দ্বিতা

Friday, December 13, 2013

সিলেটে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার ॥ ৪টি আসনে আলীগ-জাপা প্রতিদ্বন্দ্বিতা


এম. আর ডালিম : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন শুক্রবার ১৩ ডিসেম্বর সিলেট-৩ ও সিলেট-৫ আসন থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই দুজনের একজন ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আর অন্যজন ছিলেন বিদ্রোহী প্রার্থী। অন্য ৪টি আসনের মধ্যে সিলেট-১ ও সিলেট-৪ আসনে জাতীয় পার্টির কোন প্রার্থী নেই। তবে সিলেট-২, সিলেট-৩, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়ে গেছেন। এই ৪টি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী থেকে যাওয়ায় মূলত তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উছমান আলী। তবে এ আসনে ব্যারিস্টার হক ইম্মানুল হামিদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন; কিন্তু শেষপর্যন্ত তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন।

সিলেট-৫ আসনে জাতীয় পর্টির মনোনীত প্রার্থী ছিলেন সাব্বির আহমদ। এ জন্যে তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সেলিম উদ্দিন। শেষপর্যন্ত এ আসন থেকে সাব্বির আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সিলেট-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মানোনয়নপত্র দাখিল করেন ইয়াহইয়া চৌধুরী। তিনি তা প্রত্যাহার করেননি।

সিলেট-৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন। এ আসনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এখন দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License