আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর দরগা মহল্লায় ছাত্রশিবিরের মেসে নিস্ফল অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় দু বছর ধরে পরিত্যক্ত থাকা এই মেসে পাওয়া যায়নি কোন অস্ত্র। তবে, ছাত্রশিবিরের বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র ও বেশ কিছু ইসলামী বই জব্দ করেছে পুলিশ।
আজ সকালে ছাত্রশিবিরের মালিকানাধীন নগরীর দরগা মহল্লাস্থ পায়রা আবাসিক এলাকার ৮২ নং বাসায় তল্লাশী চালায় পুলিশ। কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান কালে পুলিশ ঐ বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশী করে। কিন্তু কোন ধরনের অস্ত্র পায়নি সেখানে। পুলিশ ঐ মেসের বিভিন্ন কক্ষে থাকা ড্রয়ার ও আলমিরা ভেঙ্গে ছাত্রশিবিরের দলীয় কার্যক্রম সংক্রান্ত সকল নথি জব্দ করে। এ সময় তারা ঐ কক্ষগুলোতে রাখা বিপুল পরিমাণ ইসলামী বইও জব্দ করে।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ছাত্রশিবিরের ঐ মেসে বিপুল সংখ্যক অস্ত্র মজুদ করা আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কোন অস্ত্র পাওয়া যায়নি। তবে, বেশ কিছু জেহাদি বই জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের কোন আবাস স্থলেই কোন ধরনের রাষ্ট্র বিরোধী কার্যকলাপ হয়না। তিনি বলেন, পুলিশ জেহাদি বইয়ের নামে যা জব্দ করেছে, সেগুলো কোরআন-হাদিস ও ইসলামী সাহিত্য।
সিলেটে ছাত্রশিবিরের মেসে পুলিশের নিস্ফল অভিযান
Monday, December 9, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment