আমাদের সিলেট ডটকম:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাকে ‘গ্রেপ্তারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জাপার নেতৃবৃন্দ।
শুক্রবার এক বিবৃতিতে জাপা নেতারা বলেন,এ কথা দিবালোকের সত্য জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু এরশাদ সর্বদলীয় সরকারে যোগদানের এবং সংসদীয় নির্বাচনে জাপার সংসদ সদস্য প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় সরকার বিক্ষুব্ধ হওয়াতেই স্যারকে গ্রেপ্তার করা হযেছে। আমরা স্যারের নি:শর্ত মুক্তি দাবি করছি। অন্যতায় কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
বিবৃতিতে জাপা নেতারা আরো বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছিলেন গতকাল শুক্রবার জাপার সকল প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে কিন্তু সিলেট বিভাগে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের করেননি তাই তাদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে তাদেরকে নিবৃাচনী কাজে কোন প্রকার সহযোগিতা না করার জন্য জেলা,উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের প্রতি নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন। পার্টির চেয়ারম্যানের সিদ্ধান-কে উপেক্ষা কারায় সিলেটের তৃনমূল নেতাকর্মীদের নিয়ে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্তু গ্রহন করা হবে। এছাড়া যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের প্রতি কেন্দ্রীয় কমিটি কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- সিলেট জেলা জাপার সহ সভাপতি ইশরাকুল হোসেন শামীম, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক খান, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা মো.দুলাল আহমদ, মো.খলকু মিয়া, মামুনুর রশিদ মামুন।- বিজ্ঞপ্তি
সিলেট জাপা’র বিবৃতি – এরশাদকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি
Friday, December 13, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment