সিলেট রেল স্টেশনে ব্যাপক ভাংচুর : পেট্রল বোমা নিক্ষেপ

Sunday, December 8, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট রেল স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা টিকেট কাউন্টারে পেট্রল বোমা নিক্ষেপ করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় কাউন্টার থেকে বেশ কিছু টাকাও পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে আকস্মিকভাবে ১০/১৫ জন যুবক রেল স্টেশনের সামনের কাউন্টারে হামলা চালায়। তারা টিকেট কাউন্টারে একটি ককটেল বোমা নিক্ষেপ করলে কাউন্টারের দুটি চেয়ার, একটি ড্রয়ার ও একটি কম্পিউটার মনিটর ও একটি প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয় এবং ড্রয়ারে রাখা কিছু টাকা পুড়ে যায়। কাউন্টারে আক্রমণের পর পরই হকিস্টিক হাতে থাকা হেলমেট পরিহিত যুবকরা রেলস্টেশনের মূল অংশে প্রবেশ পথের থাই দরজার গ্লাস ভাংচুর করে। এ সময় পুরো রেল স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করেন। ১৫/২০ মিনিট নির্বিচার ভাংচুরের পর মোটর সাইকেলযোগে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে জিআরপি থানার পুলিশ ও রেলস্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মুহিবুর রহমানসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত কাউন্টার পরিদর্শণ করেন।

সরকারের





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License