আমাদের সিলেট ডটকম:
সিলেটে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ অন্তত: ২০ জন আহত হয়েছেন। আজ সকালে নগরীর কাজলশাহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, হরতালের সমর্থনে সকালে নগরীর কাজলশাহ এলাকায় মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। মিছিলটি ওসমানী মেডিক্যাল কলেজের ২নং গেইটের সামনে আসলে পুলিশের একটি টহল টিমের মুখোমুখী হয়। এ সময় টহল পুলিশ সদস্যরা মিছিলটির গতিরোধ করে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। ফলে, পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় জামায়াত ও শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যরা রাইফেল থেকে রাবার বুলেট ছুড়ে পিছু হটতে থাকে। এ সময় স্প্লিন্টার বিদ্ধ হয়ে ছাত্র শিবিরের কমপক্ষে ২০ জন শিবির কর্মী আহত হন। এক পর্যায়ে জামায়াত শিবির কর্মীদের ইট পাটকেলের মুখে পুলিশ পিছু হটে। টহল পুলিশ দলের দায়িত্বে থাকার পুলিশের এএসআই আবুল কালাম দৌড়ে মেডিক্যাল কলেজের গেইটের ভেতরে চলে গেলে জামায়াত শিবির কর্মীরা তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহত এসএসআই কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ পুলিশসহ আহত ২৫ :
Thursday, December 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment